Hair Spa Salon Style At home ঘরোয়া পদ্ধতিতে কিভাবে হেয়ার স্পা করবেন জেনে নিন

#Hairspaathome 



চুলে কালার। হেয়ার স্টাইল। পার্মানেন্ট স্ট্রেটনিং টেম্পোরারি স্ট্রেটনিং আরো অনেক কিছু অনিয়ম করি আমরা চুলের ওপর নিয়মিত করতে পারিনা তার যত্ন অফিস বাড়ি বাড়ির কাজ সবকিছুর নাজেহাল অবস্থা তারপর এত দিনের রোদ,বৃষ্টি সবই আমাদের চুল সহ্য করেছে লকডাউন এর কারণে আমরা বাড়িতে রয়েছি। এটাই সঠিক সময় চুলের যত্ন নেওয়ার। কিন্তু পার্লারে গিয়ে হেয়ার স্পা করা তো এখন অসম্ভব। তাহলে কি করা যায়? 👉আমরা যদি ঘরে বসে ঘরোয়া উপকরণ দিয়ে আপাতত স্পা করে ফেলি এবং জেল্লাদার চুলো পেয়ে যাওয়া যায় তাহলে আর কি চাই? তাহলে আসুন আজকে লেখাটা পড়ে ফেলি। 👉আপনাদের জন্য থাকলো একটি হেয়ার স্পা র প্যাক ।💆হেয়ার স্পার প্যাকের উপকরণ। 👉👉•মধু ২চামচ। •অ্যালোভেরা জেল ২ চামচ। •নারকেলের দুধ 10 চামচ হেয়ার স্পা এর পদ্ধতি। 👉👉👉হেয়ার স্পা করার জন্য প্রথমে অবশ্যই শ্যাম্পু করে নিতে হবে আপনারা যে শ্যাম্পু ইউজ করেন বাড়িতে সেটাই করে নিন। শ্যাম্পু করার কারণে অতিরিক্ত অয়েল বা ধুলো-ময়লা, ড্যানড্রাফ বা ইনফেকশন ওপর ওপর যেগুলো থাকে সেগুলো ক্লিন হয়ে যাবে। এরপর টাওয়েল দিয়ে অতিরিক্ত জল যেগুলো চুলে রয়েছে সেগুলো ভালো করে ঝরিয়ে নিতে হবে ।এরপর চিরুনি দিয়ে ভালো করে চুল আচরে নিতে হবে 💆 এরপর একটি নারকোলের অর্ধেক ভালো করে কেটে তারপর মিক্সিতে বেটে সাদা কাপড়ে ছেঁকে নিন অর্থাৎ নারকেলের দুধ বের করতে হবে। এরমধ্যে পরিমাণমতো দুধ অ্যালোভেরা জেল, মধু মিক্স করে চুলের ওপর থেকে নিচ পর্যন্ত ভাল করে লাগিয়ে ৪০মিনিট মতো চুলে রেখে দিয়ে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। আরেকটি কথা। প্যাক তৈরি করে সঙ্গে সঙ্গে মাথায় দেওয়া যায় না অন্তত ঘন্টাখানেক ফ্রিজে রেখে দিতে হয়। এটা মাসে ২ থেকে ৩ বার করা যায়। আপনারা ট্রাই করুন কেমন রেজাল্ট হল জানান কোন অসুবিধা হলেও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন অন্য কোন রেসিপি জানতে চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভালো লাগলে শেয়ার করুন। এবং নতুন নতুন রেসিপি জানার জন্য আমাদের এই ব্লক টি ফলো করুন।🙏

Comments

Post a Comment