How To Thread your own EyeBrows At Home Easy Way কীভাবে আপনার নিজের আইব্রোগুলিকে সহজেই বাড়িতে থ্রেড করবেনস্টে হোম স্টে সেভ লাইক# শেয়ার# ফলো


#Thread your own EyeBrows #selfThreading



কেমন আছো বন্ধুরা? আমাদের খুবই অসুবিধা হচ্ছে। কিন্তু কিছু করার নেই আমাদের ঘরেই থাকতে হবে  আমাদের কাছে প্রচুর বন্ধুরা আমাদের স্টুডেন্টরা একটা প্রশ্ন বারবার করে করছে দিদি আইব্রো বড় হচ্ছে কি করবো? বাজে লাগছে কি করবো? কবে সেলুন   খুলবে?দেখো আমরা সরকারি নির্দেশ পালন ছাড়া তো কিছু করতে পারি না। সেলুনে না গিয়েও কি করে আমরা  একটু চেষ্টা করে আমাদের কিছুটা সম্পূর্ণ হয়তো ভলোভাবে হবে না কিছুটা কিন্তু হবে।এখন আমাদের হাতে অনেক সময় প্র্যাকটিস করলে ভালো হতে পারে 😊আমাদের সেল্ফ আইব্রো করার জন্য  কি কি লাগবে প্রথমে জেনে নি👉👉 লাগবে সুতো যেকোনো সুতোতেই হবে একটু শক্তপোক্ত হতে হবে, ঘরে থাকা যে কোন পাউডার,পদ্ধতি 👉প্রথমে সুতো থেকে কিছুটা সুতো আমরা কেটে নেব। সুতোর যে দুপ্রান্ত ছাড়া রয়েছে সেটা ভালো করে লক করে দেব। তারপর দুই হাত সুতোর ভেতরে দিয়ে দেব। হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে প্যাচ দেবো। ৫টা প্যাচ  মিনিমাম ।প্যাচটা
মাঝখানে পড়বে আর দুটো পাশে ফাঁক হচ্ছে তার মধ্যে হাতের আঙুলগুলো থাকবে। এবার আইব্রাউজ দিকে আমরা যাব। এক্সট্রা হেয়ার গুলো আমরা তুলবো সেখানে পাউডার লাগিয়ে নেব। আয়নার দিকে এগিয়ে চোখটা টানটান রেখে ডান হাতের দিকে জোর দেবো। সুতোর ফাঁকের মধ্যে হেয়ার টাকে আটকাবো বা হাতের আঙ্গুল দিয়ে তুলে নেব। এই ভাবে চেষ্টা করলে এক্সট্রা হেয়ার গুলো রিমুভ হয়ে যাবে।এভাবে আমরা আপার লিপ এর ক্ষেত্র ট্রাই করতে পারি। আপার লিপ এক্ষেত্রে জিভ দিয়ে টানটান রাখতে হবে না হলে কেটে যাওয়ার সম্ভাবনা হয়। প্লিজ কেয়ারফুল। আমাদের এখন অনেক সময়  আমরা একটু প্র্যাকটিস করতে ই পারি। তারপরে  লকডাউন খুললে সেলুনে গিয়ে না হয় ভালোভাবে করে নেব আমরা। এখন না হয় চেষ্টা করি একটু  বন্ধুরা কারা কারা আইব্রাউজ  করলে কারা কারা আপার লিপ করলে   আপার লিপ করলে প্লিজ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জানিও। হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 👉🏻📞907373 9851। ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো। 🙏🙏

Comments