ব্যানানা হেয়ার মাক্স ফর এক্সট্রিমলি সাইন এন্ড স্মুথ হেয়ার#Stay Home Stay safe#like# share# Follow#Shree কলম

#bananahairmask#homemademask 

থ্যাঙ্ক ইউ বন্ধুরা তোমাদের এত সাড়া দেওয়ার জন্য। অনেক প্রশ্ন এসছে স্কিনার হেয়ার সংক্রান্ত ,যে প্রশ্নটার বারবার বন্ধুরা করেছে তা Hair শাহিন চলে গেছে ফ্রিজি হয়ে গেছে চুল ম্যানেজ করা যাচ্ছেনা ঘরে রয়েছি আমরা ঘরোয়া উপকরণ দিয়ে কি করে আমরা চুলকে আমরা সাইন করতে পারি। 👉আমরা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আমরা একটা প্যাক বানাতে পারি যেটা চুলের জন্য ভালো এবং শাইন দেই👉একটা বানানোর জন্য লাগবে ব্যানানা ,অ্যালোভেরা জেল,কোকোনাট অয়েল যদি পারো মধু দিতে পারো। বস্তু মিশ্রণকে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করবে। এছাড়া অন্য কিছুতে ব্লেন্ড করবেনা তাহলে ভালো ব্লেন্ড হবে না। ক্লিন হিয়ারে মিশ্রণটি ভাল করে লাগিয়ে। কুড়ি মিনিট ছেলে দাও তার বেশি রাখলে অসুবিধা নেই। তারপর শ্যাম্পু করে নাও। এটা একটা ফিডব্যাক থাকে নেগেটিভ ফিডব্যাক যে মিশ্রণের কিছু কিছু অংশ চুলে লেগে থাকে ভালো করে ক্লিন করলে কখনো লেগে থাকবে না এটা দেওয়ার পর খুব ভালো সাইন করবে নিজেরা ট্রাই করো অবশ্যই জানিও থ্যাঙ্ক ইউ। 🙏🙏🙏

Comments

  1. Mam to preoare the mixture do i use raw alovera gel ? Sayantini

    ReplyDelete
    Replies
    1. নিতে পারে অসুবিধা নেই।

      Delete

Post a Comment