লকডাউন এ কি করে ঘরোয়া পদ্ধতিতে ডিপ ক্লিনজিং করবেন হোমমেড ডিপ ক্লিনজিং। ✒✒✒Shree aকলম

#Homemadedeepclensing # deepclensingwithmilk



নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন ।আমরা এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। ব্যাস্ত জীবনে আমরা এখন ঘরবন্দি। এখনো ঘরে থাকতে হবে সুস্থ থাকতে হবে ।কিন্তু দিনের পর দিন কোনরকম ফেসিয়াল বা ক্লিনজিং না করার জন্য। আমাদের স্কিন এর উজ্জলতা কমেছে। যদি ভালোভাবে ক্লিন না থাকে। স্বাভাবিকভাবে স্কিনের উজ্জ্বলতা কমে যায়। আমরা সেলুনে যাচ্ছিনা ক্লিনজার টোনার মশ্চারাইজার শেষ হয়ে গেছে তাহলে উপায় 😊চলুন চেষ্টা করা যাক 😊 ঘরে যা আছে সেই দিয়ে ডিপ ক্লিনজিং 😊উপকরণ সামগ্রী। 👉র মিল্ক, সল্ট, হলুদ !!পদ্ধতি 👉ছোট একটি বাটিতে র মিল্ক,এক চিমটি নুন আরেকটু হলুদ। ভাল করে মিক্স করে। একটুখানি কটন নিয়ে। পুরো মুখে মাসাজ করুন। সার্কুলার মোশনে। মেসেজ করার আগে মুখ যেন খুব ভালোভাবে ফ্রেসওয়াস দিয়ে ক্লিন থাকে। এটা কিন্তু লাগিয়ে রাখা চলবে না ম্যাসাজ করতে হবে কন্টিনিউ। যদি কারোর এলার্জি থাকে ইউজ করার আগে। টেস্ট করে নিতে হবে। ১০ মিনিট করার পর ঠান্ডা জলে মুখটা খুব ভালো করে ধুয়ে নিন দেখুন স্কিন ক্লিন হয়ে গেছে । ।ট্রাই করে অবশ্যই ফিডব্যাক জানান আপনার কেমন লেগেছে ।ট্রাই করার আগে অবশ্যই টেস্ট করে নেবেন ।।ধন্যবাদ 🙏🙏

Comments