মাথার চুল থেকে শুরু করে ত্বক সবেতেই অ্যালোভেরার এত গুরুত্বপূর্ণ উপকারিতা Multiple benefits of alovera


#dryskin#dryskinhomemadesolution#skinburnout#dandruffclear#hairnutration#aloveraforpimples#aloveragel#benefitsofaloverajuice#benefitsofaloveragel




অ্যালোভেরা অত্যন্ত উপকারী একটি উদ্ভিদ। বহু রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহার হয়। এতে রয়েছে রোগ ধ্বংসকারী  পুষ্টিবর্ধনক বহু  উপাদান। যার অপর নাম ঘৃতকুমারী আমাদের রূপের বিশেষ খেয়াল রাখে এবং মারণ রোগের এর কাছে হার মেনে যায়।  আজ আপনাদের জন্য থাকলো অ্যালোভেরার উপকারিতা। ১)ত্বক রুক্ষ হয়ে গেলে ফেটে গেলে ত্বকের রুক্ষতা থেকে রক্ষা করে ২)আগুনে পোড়া ক্ষত অ্যালোভেরার মাধ্যমে কমে ক্ষতে মহৌষধ অ্যালোভেরা এটি লাগালে দ্রুত ক্ষত সেরে ওঠে ব্যথা কমে যায়  ৩)পিরিয়ডের সময় অনেক সময় ভ্যাজাইনা ইনফেকশন হয় সেসময় টিস্যু পেপারে অ্যালোভেরা নিয়ে ওই সথানে লাগিয়ে মুছে নিলে ইনফেকশন কমে যায় ।৪)খুশকি থেকে আমাদের মুক্তি দেয় অ্যালোভেরা জেল। ৫)চুলের পুষ্টির জন্য অ্যালোভেরা খুবই ভালো অ্যালোভেরা  সাথে যে কোন অয়েল মিক্স করে চুলে লাগান চুলের জেলা বাড়বে। ৬)মুখের ব্রণের দাগ দূর করে। এবং ব্রণের প্রকোপ থেকে মুক্তি দেয় ।৬ )সূর্যের পুড়ে যাওয়া থেকে রক্ষা করে। ৭)দাঁতের সুরক্ষা তো অ্যালোভেরা খুবই উপকারী উপাদান। দাঁতের মাড়িতে প্লাক সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং দাঁতের গোড়ায় জীবাণু সংক্রমণ হতে দেয় না যার ফলে অকালে দাঁত পড়ে না। 8)ডায়াবেটিস নিরাময়ে সাহায্য করে। ৯)অ্যালোভেরা চুল পড়া বন্ধ করে মাথার তালুতে পুরনো চুল গজাতে সাহায্য করে চুল পড়তে দেয় না চুল বড় হতে সাহায্য করে   করে চুল ঘন কালো ঝলমল করে। ১০)অ্যালোভেরা রয়েছে ব্যাকটেরিয়া ও ছত্রাক ধ্বংসকারী অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের জীবাণু সংক্রমণ হতে রক্ত সুরক্ষা দেয়। ফলে দেহের ত্বকে খোস-পাঁচড়া বা ক্ষত সৃষ্টি হতে পারে না। ১১) মুখের ক্ষত এলোভেরা মুখের আলসার আরোগ্য করে ক্ষতস্থানে অ্যালোভেরা জেল ব্যবহার করুন দ্রুত সেরে উঠবে। ১২)আমাশয় নিরাময়ে অ্যালোভেরা ভালো। ১৩)অ্যালোভেরা কিডনি রোগের একটি কার্যকরী প্রতিষেধক। অ্যালোভেরার রস খেলে কিডনির ভালো ।**তবে ডাক্তারি পরামর্শ নিয়ে খাওয়াই ভালো। স্কিনে লাগানোর সময় পেচ টেস্ট করে লাগিয়ে নেওয়াই ভালো। আমাদের লেখা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ। 

Comments

Post a Comment