আইলাইনার পড়ার পদ্ধতি আপনার চোখকে আরও আকর্ষণীয় ও অনন্য করে তুলতে পারে l Different style of wearing eyeliner for your unique look

#perfecteyeliner  #beautifuleyes #eyemakeup #nowingeyeliner #wingeyeliner #whiteeyeliner #Stay home #Stay Safe




চোখ ছোট হোক অথবা বড় কাজল কালো চোখের মায়াতে ঢুবতে কে না চায়  😊আপনাদের জন্য রইল সঠিক আইলাইনার পড়ার কিছু ট্রিকস যা এপ্লাই করলে আপনাদের সুন্দর চোখকে আরো সুন্দর করে তুলবে আপনার চোখে আইলাইনার পরবার জন্য যেকোন 
আইলাইনার যেটা আপনি ব্যবহার করেন সেটা ব্যবহার করতে পারেন ১) নো উইং 👉এটা খুবই সহজ যেখানে আপনার  আই  আপার লাশ আছে ওখান থেকে ছোট ছোট স্ট্রোক করে কর্নার
পর্যন্ত টানবেন। মনে রাখতে হবে  ছোট ছোট স্ট্রোক করে টানবেন একবারে কাজল টানবেন না  প্রথমে মিডিল থেকে টানলে ভালো হয় না হলে চোখের কোনে কাজল বেশি চলে যাবে চোখের মধ্যে ঢুকে যাবে জ্বালা করতে পারে একে বলা হয়  বেসিক আইলাইনার লুক 2) উইং 👉প্রথমে আইলাইনার আপার লাশের আউটার কর্ণার থেকে আইব্রাউজ যেখানে শেষ হচ্ছে সে কোন র দিকে ছোট্ট একটা দাগ দিতে হবে এবার(A)এ তৈরি করতে হবে অর্থাৎ এরপর মিডিল আইল্যাশের পর্যন্ত  টেনে দিতে হবে অনেকটা এমন হবে  > ইনার কর্নার পর্যন্ত এতে হবে। এই পর্যন্ত একটা লাইন ক্রিয়েট হবে যেটা উইন মতো দেখতে লাগবে মানে পাখির পালকের মত এরপর  আইলাইনার দিয়ে ফিলাপ করে দিন  ৩) ইনার উইং 👉আউটার  উইং এর মতো আই ইনার কনারে উইং তৈরি করতে পারি একটু প্র্যাকটিস লাগে না হলে পারফেক্ট হয় না ৪)ছোট চোখে লাইনার পড়ার টিপস  👉চোখ একটু ছোট তারা হোয়াট আইলাইনার  অ্যাপ্লাই করুন। ঘনকালো বা ব্রাউন এই ধরনের কালার আইলাইনার লাগালে আপনার চোখের আকৃতি কে প্রমিনেন্ট করে কিন্তু তাকে যদি বড় দেখাতে চান তাহলে সাদা বা নিউড কালার  আইলাইনার  অ্যাপ্লাই করুন। এতে চোখের মেকআপ যেমন খুলবে  তেমন চোখের আকৃতিকে বড় দেখাবে।,চোখের কোনায় সরু বাইরের দিকটা মোটা করে আইলাইনার পরুন এতে  আপনার চোখকে বড় দেখাবে।👉 আইশ্যাডো পড়ার সময়  সময় চোখের আইলিড হাইলাইট করুন এতেও আপনার চোখকে বড় দেখাবে। চোখের নিচে হালকা করে কাজল পরতে পারেন।আই মাসকারা লাগাতে  ভুলবেন না। 👉যদি কখনো আইলাইনার লাগাতে গিয়ে চোখের নিচে উপরে লেগে গিয়ে থাকে সঙ্গে সঙ্গে ঘষে তুলবেন না।  ড্রাই হতে দিন তারপর কটন বা  ড্রাই টিস্যু দিয়ে হালকা করে ঘষে তুলে দিন। 👉দূর থেকে যাকে দেখে মনে হয় আমি ওর মত আইলানার আমার চোখে আকঁবো কিন্তু অনেক সময় আমাদের হয় কি নিজেদের উপর এপ্লাই করতে গেলে তা হয়ে ওঠে না তার কারণ সঠিক এপ্লাই না করা আপনি যদি সঠিক এপ্লাই করার প্রসেস জানেন তাহলে আপনার যেকোনো নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে বিভিন্ন ধরনের আই লুক ক্রিয়েট করতে পারেন। তারজন্য  চাই একটু প্র্যাকটিস আর ধৈর্য। বিভিন্ন ধরনের অনুষ্ঠানে আমরা খুব বেশি মেকাপ না করলেও বিভিন্ন ধরনের আই লুক ক্রিয়েট করে অনেক প্রশংসা পেতে পারি। আজকের এই লেখা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এবং শেয়ার করবেন ধন্যবাদ। 🙏.

Comments